আমি আগেও কিছু ধাঁধার পোস্ট দিয়েছি অতীতে। অনেক দিন পরে আরেকটা ধাঁধার পোস্ট দিতে ইচ্ছা হোল। যারা এই ধাঁধার উত্তর দিতে আগ্রহী কিংবা শুধু কৌতূহল বশত ধাঁধার এই আসরে থাকতে চান তাদেরকে পোস্টে আমন্ত্রন জানাচ্ছি।
ধাঁধা নাম্বার ১ঃ
একটা গিরগিটি নদীর দিকে যাওয়ার সময় ১৪ টা হাতি দেখল। প্রত্যেকটা হাতি ১৪ টা বানরকে নদীর দিকে যেতে দেখল। প্রত্যেকটা বানরের হাতে একটা করে কচ্ছপ ছিল। মোট কয়টা প্রাণী নদীর দিকে যাচ্ছিল?
ধাঁধা নাম্বার ২ঃ
একটা টেবিলে তিনটা বাক্স আছে। যে কোন একটা বাক্সের ভিতরে গোল্ড আছে। বাক্সগুলি বন্ধ করা। প্রত্যেকটা বাক্সের গায়ে কিছু লেখা আছে। শুধু একটা বাক্সের লেখা সত্যি। বাকি দুইটা লেখা মিথ্যা। প্রথম বাক্সে লেখা ‘এই বাক্সে গোল্ড নেই’। দ্বিতীয় বাক্সে লেখা ‘এই বাক্সে গোল্ড নেই’। তৃতীয় বাক্সে লেখা ‘দ্বিতীয় বাক্সে গোল্ড আছে’। প্রশ্ন হোল প্রকৃতপক্ষে কোন বাক্সের মধ্যে গোল্ড আছে?
ধাঁধা নাম্বার ৩ঃ

উপরের ছবিতে একটা বিড়াল আছে, একটা টেবিল আছে এবং একটা কচ্ছপ আছে। দুই ধরণের মাপ দেয়া আছে। বলতে হবে টেবিলের উচ্চতা কত?
ধাঁধা নাম্বার ৪ঃ
বল্টু দেয়ালে একটা ছবির দিকে তাকিয়ে আছে। লালটু জিজ্ঞেস করলো ছবির এই লোকটার সাথে তোমার সম্পর্ক কি? বল্টু বলল ওর বাবা আমার বাবার ছেলে হয়।
বলটুর সাথে ছবির ঐ ব্যক্তির সম্পর্ক কি বলতে হবে।
সর্বশেষ এডিট : ০৩ রা মে, ২০২৩ রাত ১২:৫৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




