বিজেপি মুসলমানদের হাত থেকে মসজিদ-মাদরাসা কেড়ে নেবার উদ্যোগগ্রহণ করেছে। দল-মত নির্বেশেষে সবাইকেই এর বিরুদ্ধে দাড়াতে হবে। আশরাফ আলি থানবি লেখেন, ‘হিন্দুদের সাথে মিলে রাষ্ট্রগঠন করলে পরিণতি হবে রাশিয়ান মুসলমানদের মত, তাদের থেকে সবকিছু কেড়ে নেওয়া হবে, একে বলা যায় ধর্মীয় মৃত্যুর নামান্তর’। প্রশ্ন হল, মুসলিম রাষ্ট্রে কি অমুসলিমরা থাকবে না?
অবশ্যই থাকবে। ধর্মীয় বিষয়ে হস্তক্ষেপ দূরে থাকুক, তাদের নিজস্ব শিক্ষা-সালিশ ব্যবস্থা গড়ে তুলতে আমরা সাহায্য করবো। পশ্চিমা ধাচের সেকুলারিজম মানে সেন্ট্রালাইজড শাসন, আপনি সেন্ট্রালাইজড শাসনে বহুমতকে একোমোডেট করবেন কীভাবে? ফ্রান্সের স্কুলগুলোতে একসময় আরব শিশুরা আরবি পড়তে পারতো। কয়েক বছর আগে উগ্রবাদের অভিযোগে তারা আরবিকে বাদ দিয়েছে। গল্পের নাম ফ্রান্স ও ভারত সেকুলার রাষ্ট্র।
সর্বশেষ এডিট : ০৪ ঠা এপ্রিল, ২০২৫ বিকাল ৫:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




