
মানবতার বাগানে শ্বেত-ভালুুকের দাপাদাপি
আর শ্বেত-সন্ত্রাস চলবে কতকাল---
দেখবো কত আর হৃদয়ের রক্তক্ষরণ
কিংবা আহত পায়রার ব্যর্থ উড়াল
আর কতদিন প্রভূ আর কতকাল?

কাগুঁজে বাঘের মতো লক্ষ বিবেক
কতকাল বলো থাকবে বিবেকহীন
এত রক্তের অাঁখরেও দেখবোনা কি
অনাগত অনাবিল সেই সুখের চিন্।
আর কতকাল প্রভূ আর কতদিন।।

প্রেমের বন্ধন ছিঁড়ে হলো চূরমার
চৌদিকে নাচে নিঃলাজ দূরন্ত কীট
নিরেট দেয়ালেও ঠেকলো যে পিঠ
এত রক্তক্ষরণ প্রভূ আর কত আর?
প্রেমের বন্ধন ছিঁড়ে হলো চূরমার।।

রক্তে রক্তে ভরে গেলো সিন্ধু-ফোরাত----
ক্ষণেক্ষণে ওঠে আর ছোটে রক্তের বান
তোমায় ছাড়া কারেও ডাকেনা আর
ইরাক ফিলিস্তিন ইথিওপিয়া আফগান!
প্রভূ, মানবতা আজ পরাজিত পেরেশান।।
সর্বশেষ এডিট : ১৫ ই জুলাই, ২০১৪ রাত ১০:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




