যদি সি এন জি মিটারে যায় (খুবই কম) তো ভাড়া সবচেয়ে কম উঠেছিল 42 টাকা (দেখুন এখানে রিক্সা আর সি এন জি একই ভাড়া নিচ্ছে)। মাঝে মাঝে 10 টাকা বাড়িয়ে দিতে বলে, বা ফিক্স ভাড়া 60 এ যায়...।
অবরোধের সময় রিক্সাওয়ালারা ভাড়া চাইতে শুরু করলো 50, 60, 70, 80...। একবার এক রিক্সাওয়ালা বলল সে নাকি 120টাকা গেছে এর আগে...। আমি সাধারনত: কারো সাথেই মেজাজ খারাপ করিনা, কিন্তু এবার আর সহ্য হলোনা। দাড়িয়ে বললাম, বেশ আমার সামনে ঠিক করেন, আমি দেখি...। পরে মনে হলো ঐ রিক্সাওয়ালা এখন যদি আজে বাজে কথা শুরু করে তো আমাকে ঐ সব শুনতে হবে। তবে সে রকম কিছু হলো না, লোকটা মাথা নিচু করে চুপ করে গেল। আমিও সামনে হাটতে থাকলাম।
আমি জানি এরা গরিব, সুযোগ পেয়ে কিছু কামিয়ে নিচ্ছে। তবে একটা ব্যাপার ঠিক, সুযোগ পেলে সবাই ঠকিয়ে খায়...। এখানে আর ধনী গরিব এর পার্থক্য নেই!
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



