এবার কাজের কথায় আসি, যার জন্য এমন ভুমিকা। দূষণ কোথায় নেই? বাতাসে, রাস্তায়, ঘরে, মার্কেটে, হাসপাতালে... কত আপনি রোধ করবেন, আর কতই বা এড়িয়ে চলবেন?
ডাস্টবিন, ড্রেনের পাশ, পাবলিক টয়লেট (ফুটপাত) দিয়ে হাটার সময় নিশ্বাস বন্ধ করে বিশেষ জায়গা পার হবেন, অথবা নাকে কাপড় ধরে রাখবেন (অবশ্যই যথেষ্ট মোটা)। নিচের দিকে তাকিয়ে হাটবেন, যাতে ময়লায়, কাদায় পা না পড়ে। শোয়ারেজের পানিতে বড় অংশ সয়লাব হলে শুধু গোড়ালি দিয়ে হেটে পার হতে পারেন। ছাতা অথবা রুমাল মাথায় দিয়ে হাটতে পারেন, উড়ন্ত প্রানীর পড়ন্ত উপহার না পেতে চাইলে। চোখে সান গ্লাস লাগাতে পারেন, ধূলা থেকে বাচতে হলে। অথবা, নিচের দিকে তাকিয়ে প্রায় চোখ বুজে হাটুন, যাতে ধুলা ঢোকার সুযোগ কম থাকে।
রোজ কাপড় বদলান, না হলে ধুলায় মাখা কাপড় পড়ে থাকতে হবে।
আরো কোন সহজ উপায় আছে?
সর্বশেষ এডিট : ৩১ শে ডিসেম্বর, ১৯৬৯ সন্ধ্যা ৭:০০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



