ভোর বেলা আজ তাড়াতাড়ি উঠে গেছি , কেন জানিনা । পি সি খুলে কেউ একজন বাংলা একাডেমী ইন্টারন্যাশনাল সাইটে দুসংবাদটি দিল । পত্রিকায় আসেনি তখনো । ক্যান্সারে ভুগছিলেন তিনি । সোমবার ধরা পড়লো কোভিড পজিটিভ । ৭৬ বছর বয়স সাথে ক্যান্সারে ব্যালকনির শেষ মাথায় । ঈশ্বর তার কষ্টে ছেদ কেটে দিলেন । বিদায় ।
সংস্কৃতি জগতে তার সাথে জানাশোনা ছিল অল্প । আমি ঢাকা থিয়েটারে মঞ্চ সজ্জা কর্মী ছিলাম ৭৯ পর্যন্ত । বেলী রোডেই দেখা শোনা । তারেক মাসুদ আর আমি কাঁঠাল বাগানে কিছুকাল ভাড়া বাড়িতে ছিলাম । তারেক মাসুদ গানের আসর বসালে আলী জাকের ভাই আসতেন অনুষ্ঠানে । আরও কত মানুষের সাথে জানাশোনা সেই সময়ে । সব হারিয়ে গেছে সময়ের সাথে ।
একজন গুনি মানুষ ছিলেন নাটকে । তার সম্পর্কে অনেকেই এখানে জানেন অনেক কিছু । জানাজা দাফন হবে আজই । শ্রিয়া সর্বজয়ার বাবুটির ছবি পেতাম ফেসবুকে অ্যান্টির পোস্টে , একদফাই নানা নাতির ছবি পেয়েছিলাম ।
অনেক শোক নিয়ে আমরা অপেক্ষায় ।
সর্বশেষ এডিট : ২৭ শে নভেম্বর, ২০২০ সকাল ১০:১৫