
ব্যাপক ষড়যন্ত্রের জাল ভেদ করে হাওয়া সিনেমা এখন মুক্তকচ্ছ উড়ছে শুধু উড়ছে । আমার অপছন্দের মন্ত্রীর মুখেই কাল শুনলাম তার ডিপার্টমেন্টের লোকই এই পাখীর প্রতি নিষ্ঠুরতা বিষয়ক মামলা ফেদেছে । মন্ত্রী তাকে শো কজ নোটিশ করেছেন । এখানে আশ্চর্য এই যে আওয়ামী সরকারের মন্ত্রনালয়েই বসে আছে সুস্থ সংস্কৃতি বিরোধী শক্তি । সাহস না পেলে তারা মামলা করে কি করে । রাজাকারকে মুক্তিযোদ্ধার সার্টিফিকেট দিলে এমনটিই হবে , সাধু সাবধান । কাল অনেকেই মন্ত্রীর মিটিংএ ছিলেন এবং সবাই তাদের কথা বলেছেন । হাওয়া এখনো দেখিনি শারীরিক অসুস্থতার জন্য তবে দেখব অনুজ চারুশিল্পি চঞ্চল চৌধুরীর কীর্তি । কয়েক বছর আগে ওর প্রথম আর দ্বিতীয় ছবি দেখেই না জেনে ওর ভবিষ্যৎ একেছিলাম । সুস্থ সিনেমা নিয়ে এটাই প্রথম সরকারের সঙ্গে সুশীলদের বৈঠক । বাহ বাহ খুব ভাল রাজনীতির কোটর ছেড়ে মুক্ত হাওয়ার পরশ নেয়ার জন্য । এস এম সুলতানের ভাষায় শিল্পিরা মাটিতে থাকেন না , থাকেন আকাশে মেঘের আড়ালে , সেখান থেকেই বার্ড আই ভিউ তে সব দেখেন আর তাই শিল্পির চোখে মানুষের জীবন সত্য হয়ে ওঠে । জীবনের সত্য শুধু শিল্পিরাই দেখে । ৪০ বছরের আগে এক রাত্রিকালীন আসরে তিনি বলেছিলেন একথা । যাহোক ধন্যবাদ বাচ্চু ভাইকে অগ্রসরমান সুস্থধারার সিনেমা শিল্পের পক্ষে নেতৃত্ব দেওয়ায় । আমি আশাহত নই যে সেন্সর বোর্ড নামের কুখ্যাত প্রতিষ্ঠান বিলুপ্ত হবে ।
সর্বশেষ এডিট : ৩০ শে আগস্ট, ২০২২ সকাল ১১:২৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




