
মঙ্গলবার (১৯ নভেম্বর) সন্ধার পর শিক্ষার্থীদের সঙ্গে বৈঠক শেষে শিক্ষা উপদেষ্টার বিশেষ সহকারী (প্রতিমন্ত্রীর মর্যাদা) অধ্যাপক এম আমিনুল ইসলাম এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, কলেজকে বিশ্ববিদ্যালয়ে রূপ দেওয়া খুব কঠিন। তবে ঢাকা উত্তরে কোনো বিশ্ববিদ্যালয় নেই। এছাড়া তিতুমীর কলেজের ১০ একর জমি রয়েছে। কমিটি সব বিষয়ে পর্যবেক্ষণ করে সিদ্ধান্ত জানাবে।
মঙ্গলবার (১৯ নভেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের বিশেষ সহকারী ড. আমিনুল ইসলাম জানান, তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করার বিষয়টি অত্যন্ত গুরুত্ব সহকারে বিবেচিত হচ্ছে। আমরা চাই যে, কমিটি যথাযথভাবে গবেষণা ও পর্যালোচনা করে দ্রুত প্রতিবেদন জমা দিক, যাতে দ্রুত সিদ্ধান্ত নেয়া সম্ভব হয়। আগামী এক সপ্তাহের মধ্যে কমিটি তাদের পর্যবেক্ষণ শেষ করবে এবং একটি বিস্তারিত প্রতিবেদন পেশ করবে বলে জানান তিনি।
শিক্ষার্থীদের দাবি মতে, ঢাকা উত্তর অঞ্চলে কোনো বিশ্ববিদ্যালয় না থাকায় এই অঞ্চলের শিক্ষার্থীদের জন্য উচ্চ শিক্ষা গ্রহণে সুনির্দিষ্ট সুযোগের অভাব রয়েছে। তিতুমীর কলেজকে বিশ্ববিদ্যালয়ে পরিণত করলে এই অভাব পূরণ হতে পারে এবং দেশের উত্তরাঞ্চলের শিক্ষার্থীদের উচ্চ শিক্ষার সুবিধা বৃদ্ধি পাবে।
সর্বশেষ এডিট : ১৯ শে নভেম্বর, ২০২৪ সন্ধ্যা ৭:৫১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



