মস্কোর ছোড়া একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পরীক্ষা করে দেখছে ইউক্রেন। গত বৃহস্পতিবার দেশটির নিপ্রো শহরে নতুন ধরনের এ শক্তিশালী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ছোড়ে রাশিয়া। ইউক্রেন যুদ্ধে প্রথম এতটা শক্তিশালী অস্ত্রের ব্যবহার করা হলো।
ইউক্রেন বলেছে, ক্ষেপণাস্ত্রটি ঘণ্টায় ১৩ হাজার কিলোমিটারের বেশি গতিতে ছুটে আসে নিপ্রোতে আঘাত হানে।
একটি মাঝারি পাল্লার ক্ষেপণাস্ত্রের ছুটে আসার গতি ঘণ্টায় সর্বোচ্চ সাড়ে ৫ হাজার কিলোমিটার হয়ে থাকে।মার্কিন প্রতিরক্ষা সদর দপ্তর পেন্টাগন বলেছে, ‘আরএস-২৬ রুবেজ’ নামের আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্রের (আইসিবিএম) ওপর ভিত্তি করে তৈরি করা হয়েছে ‘ওরেশনিক’।
ক্ষেপণাস্ত্রের খণ্ডিত অংশ নিয়ে গবেষণায় ব্যাস্ত ইউক্রেনের বিশেষজ্ঞ দল ।
সর্বশেষ এডিট : ২৫ শে নভেম্বর, ২০২৪ দুপুর ১:০১