এক নাস্তিকের ঠিক পাশের ফ্লাটে এক ধার্মিক ভদ্রমহিলা বাস করতেন। প্রতিদিন তিনি সৃষ্টিকর্তার নিকট যখন প্রার্থনা করতেন, তা ঐ নাস্তিকের রুম থেকে শোনা যেত। ধার্মিক ভদ্রমহিলার প্রার্থনা শুনে নাস্তিক ভাবত; ঐ বুড়ি নিশ্চিত পাগল, সারাক্ষন এরকম প্রার্থনা করতে থাকে। বুড়ি কি জানে না সৃষ্টিকর্তা বলে কিছু নাই?
অনেক সময় ভদ্রমহিলা যখন প্রার্থনা করতেন, নাস্তিকতা তখন তার দরজার সামনে গিয়ে এই বলে বিরক্ত করত “ বুড়ি তুমি সারাক্ষন এমনকরে প্রার্থনা কর কেন? তুমি কি জান না সৃষ্টিকর্তা বলে কিছু নাই?
কিন্তু ভদ্রমহিলা তার প্রার্থনায় অটল থাকলেন।
একদিন ভদ্রমহিলা বাজার করে বাসায় ফিরলেন। স্বভাবতই তিনি বাসায় ফিরে সৃষ্টিকর্তার নিকট প্রার্থনা করলেন “হে সৃষ্টিকর্তা তুমিতো সর্বজ্ঞানী,তুমি আমার অবস্থা সকলই জান। আমি তোমার কাছে শুকরিয়া আদায় করি যা কিছুই তুমি আমাকে রিজিক হিসেবে দান করেছ। প্রয়োজনীয় দ্রব্য ক্রয়ের সামর্থ্য দিয়েছ। তোমার প্রার্থনা করার জন্য সুস্থতা দিয়েছ।
নাস্তিকটি ভদ্রমহিলার প্রার্থনা শুনল এবং মনে মনে ভাবল; দাড়াও বুড়ি, আমি তোমাকে শায়েস্তা করতেছি।
যেই ভাবা সেই কাজ। নাস্তিকটা গেল বাজারে। বাজার থেকে প্রচুর পরিমাণে চাল, ডাল, তেল, লবন, পেয়াজ, হলুদ, মাছ, মাংস, ডিম, তরিতরকারি কিনে এনে ভদ্রমহিলার বারান্দায় রেখে দিল। তারপর দরজায় কড়া নেড়ে পাশের ঝোপের মধ্যে লুকিয়ে থাকল।
ভদ্রমহিলা দরজা খোলে বারান্দায় এত এত মাছ, মাংস, তরতরকারি দেখে যারপরনাই প্রচণ্ড খুশি হয়ে সৃষ্টিকর্তার গুনগান করতে লাগলো। চিৎকার করে বলতে লাগলেন ‘হে মহান সৃষ্টিকর্তা। তুমি সত্যই দয়ালু। তোমার আসিম কৃপা। আমি তোমার কাছে হাজার হাজার শুকরিয়া আদায় করি।
মহিলার চিৎকার শুনে নাস্তিকটা ঝোপ থেকে বেরিয়ে, ভদ্রমহিলার সামনে এসে বলতে লাগলো; বুড়ি এই বাজার তোমাকে তোমার সৃষ্টিকর্তা দেয় । নাই এগুলান আমি আমার টাকা দিয়ে কিনে এনে তোমাকে দিয়েছি। তোমাকে বুঝানোর জন্য যে সৃষ্টিকর্তা বলে কিছু নাই।
নাস্তিকের কথা শুনে ভদ্রমহিলা এবার রাস্তায় বেরিয়ে এসে আরো জোরে চিৎকার করে সৃষ্টিকর্তার শুকরিয়া আদায় করতে লাগলেন।
সবাইকে জড়ো করে বলতে লাগলেন
“সৃষ্টিকর্তা সত্যিই আছেন এবং তিনি অনেক অনেক বেশি মহান এবং ক্ষমতাবান। তিনি আমাকে অনেক অনেক বেশি রিজিক পাঠিয়েছেন এবং আপনারা দেখুন তিনি এই শয়তানটাকে দিয়ে সেগুলোর মূল্য পরিশোধ করিয়েছেন।
সৃষ্টিকর্তা সর্বশক্তিমান এবং তিনি তার অনুগতদের কাছে; চরম নাস্তিককে দিয়েও সেবা পৌঁছে দিতে পারেন”।
আসুন আমরা সবাই সৃষ্টিকর্তার কৃপা লাভের জন্য তার অনুগত হই।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



