চারিদিকে আজ;-
সত্যের শুন্যতা, মিথ্যের জয়-ধব্বনি,
পথ ভুলিতেছে তারা-যারা ছিল এতদিন-
আলোর দিশারী।
হে রহিম-রহমান,
আমার জীবন, আমার সম্পদ-তোমারই পথে রাখিলাম,
বিনিময়ে করদান- এক জন "উমর"
যে ফিরিয়ে আনিবে-
সেই পথ, যে পথ তুমি গড়িয়াছো-
মুমিনের লাগি।
ফকির-দরবেশ-পীর সেঁজে-
তোমার পথ ভূলে,
ওরা ডাকিতেছে- নিজ পথে, নিজ মতে,
দিশেহারা-যারা সাধারণ।
হে রহিম-রহমান,
আমার সন্তান-তোমারই পথে রাখিলাম,
বিনিময়ে করদান- এক জন "উমর"
যে পুঁডিয়ে দিবে-সব ভন্ডামীর আস্তানা,
আলো জ্বালিবে সেই ঘরে-যে ঘরে,
মুমিন তোমারই নামে সিজদায় পড়ে।
সর্বশেষ এডিট : ১০ ই ফেব্রুয়ারি, ২০১৭ রাত ১২:২৪

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



