যদি একটাবার ভালোবাসো তুমি....
আমার নির্ঘুম রাতের কপালে
পরাবো নীলটিপ
আকাশ থেকে খসে পড়া
তারাগুলো জমা করে
গড়বো একটি উন্মুক্ত বৃন্দাবন!!!
যদি একটাবার ভালোবাসো তুমি...
আমার চোখের টলমলে জলকনা
তোমার নীলজরি রুপোলী ওড়না
আর ছয়টা মহাসাগর এক করে
বানাবো এক নীলাম্বরী নগ্ন মহাসাগর!
যদি একটাবার ভালোবাসো তুমি...
আমার বেঁচে থাকার একমাত্র অবলম্বন
দীঘল সিঁথির লাল টকটকে সিঁদুর,
আমি পৃথিবীর পথে আজীবন হেঁটে
কুড়ানো নীলকান্ত মনি দিয়ে গড়বো
একটি নীলপরীর বিছানা !
যদি একটাবার ভালোবাসো তুমি....
আমার নির্ঘুম রাতের কপালে
পরাবো নীলটিপ
আকাশ থেকে খসে পড়া
তারাগুলো জমা করে
গড়বো একটি উন্মুক্ত বৃন্দাবন!!!

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


