
সমর শক্তিতে বাংলাদেশ যত এগিয়ে যাচ্ছে, বিশ্ব রাজনীতিতে বাংলাদেশের অবস্থান তত শক্তিশালী হচ্ছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে অঙ্গীকার করার পরও কেন ভারত আমাদের সীমান্তে বাংলাদেশীদের উপর গুলি চালায়? পুরো পৃথিবী থেকে এত্তো এত্তো চাপ সত্ত্বেও মিয়ানমার কোথা থেকে অস্ত্র পেয়ে রোহিঙ্গাদের উপর অত্যাচার চালায় যার ফলে বাংলাদেশে শরনার্থিদের চাপ সৃষ্টি হয়? এসব প্রশ্নের কিছু উত্তর দিবো আজ।
বাংলাদেশ চীন থেকে সাবমেরিন নিয়েছে খুব একটা বেশি দিন হয়নি। স্ট্র্যেটেজিক্যালি চীন ভারতের শত্রু দেশ। এই কারণে ভারত বেশ ক্ষ্যাপা ছিলো বাংলাদেশ সরকারের উপর। এর উপর সাবমেরিন কেনার পরে একটি ঘটনা ঘটে। একদিন বাংলাদেশের সাবমেরিনগুলোর রাডারে ধরা পরে কিছু অচেনা উড়োজাহাজ বাংলাদেশের আকাশ সীমার উপর দিয়ে চলাচল করছে। ট্র্যাক করে ধরা পড়ে সেই আকাশ যানগুলো ভারতীয় বিমান বাহিনীর অস্ত্রবাহী উড়োজাহাজ!
তোলপাড় শুরু হয়ে যায় বাংলাদেশের ডিফেন্স কাউন্সিলে। বেসরকারি সংস্থার কোন রাডারে কিংবা বিমানবাহিনীর কোন রাডারে এই ভারতীয় উড়োজাহাজগুলোর অস্তিত্ব ধরা পড়লো না কেন! পরবর্তীতে তদন্ত করে দেখা গেলো, বাংলাদেশে ব্যবহৃত রাডার সিস্টেম অনেক পুরনো। আর, ভারতীয় বিমান যে এরো ডায়নামিক্সের সূত্র ব্যবহার করা টেকনোলজি ব্যবহার করে বাংলাদেশী রাডার ফাঁকি দিচ্ছে তা ইসরাইল থেকে পাওয়া।
সাথে সাথে ভারতীয় কর্তৃপক্ষের কাছে প্রতিবাদ জানানো হয়। এভাবেই ধরা পড়ে যায় ভারত - ইসরায়েল ষড়যন্ত্র। যদিও ভারত এখন বাংলাদেশের উপর প্রচণ্ড ক্ষ্যাপা, কিন্তু চীনের দেওয়া সাবমেরিনের কারণে বাংলাদেশ বেঁচে যায় আন্তর্জাতিক এক ষড়যন্ত্র থেকে।
======
পরবর্তী পর্বে বলবো মায়ানমার কীভাবে বাংলাদেশ সীমান্তে গোলাগুলি করছে
================================================
সর্বশেষ এডিট : ১৬ ই অক্টোবর, ২০২২ দুপুর ১:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




