
প্রিয় শাইয়্যান,
আজ শনিবার তোমার বেশ ব্যস্ততায় যাচ্ছে। এটা ভালো। তুমি মৃত্যুকে ভুলে থাকতে পারছো। মৃত্যু ভয় ঠিক এই মূহুর্তে তোমার মাঝে আর কাজ করছে না। তোমার মাঝে একটার আশার সঞ্চার হয়েছে, মহান খোদাতায়ালা তোমার মৃত্যুকে নবীদের মতো সহজ করে দিবেন।
মৃত্যুর ফেরেশতা আজরাইল হযরত মুসা আলাইহিস সালামের জান কবচ করার আগের কালে মানুষের কাছে প্রকাশ্যে নিজ রূপ ধরে আসতেন। মুসা নবীর কাছেও এভাবে এসেছিলেন। কিন্তু, মুসা নবী তাঁকে এমন চড় মেরেছিলেন যে তাতে মৃত্যুর ফেরেশতার একটি চোখ খুলে পড়ে যায়। তখন আজরাইল গিয়ে আল্লাহর কাছে বিচার দিলে, আল্লাহ মুসার কাছে তাঁর মারফত এই খবর পাঠান যে- মুসা যেন একটা ষাঁড়ের পশমের উপর হাত রাখেন। আর, মুসা'র হাতের নিচে যত পশম ঢাকা পড়বে, ততো বছর তাঁর মৃত্যু হবে না। এটা শুনে মুসা জিজ্ঞাসা করলেন- ''এরপরে কি হবে?" তিনি উত্তরে জানতে পারলেন যে, এতো দীর্ঘ কাল বেঁচে থাকার পরে তাঁর মৃত্যু হবে। মুসা তা শুনে আজরাইলকে বললেন- "তাহলে আমার জান এখনই কবচ করুন।"
দেখেছো, শাইয়্যান? মৃত্যু তো হবেই, তা যত দেরীতে আসুক না কেন! কিন্তু, সেটা যেন সম্মানের হয়।
মৃত্যুর ফেরেশতা একবার হযরত ইবরাহীম (আঃ)-এর কাছে গেলেন। ইবরাহীম নবীকে বললেন- "আল্লাহ আপনার জান এমন ভাবে কবচ করতে বলেছেন যাতে আপনার কোন কষ্ট না হয়।" নবী ইবরাহীম আজরাইলকে ফেরত পাঠালেন। আল্লাহ এবারে আজরাইলকে বললেন- "তুমি ইবরাহীমকে গিয়ে বলো যে- বন্ধু বন্ধুর সাথে দেখা করতে চেয়েছেন।" আজরাইল ফিরে গিয়ে ইবরাহীমকে এই কথা বললে, তিনি উত্তরে বললেন- "তোমার উপর যে নির্দেশ আছে তা পূরণ করো।"
কি বীরের মতো উত্তর! হযরত দাউদ (আঃ)-এর মৃত্যুর কথা তোমার মনে আছে, শাইয়্যান? কি নীরবেই না তিনি মৃত্যুবরণ করেন!
হযরত দাউদ (আঃ)-এর আত্মসম্মান বোধ খুব বেশি ছিলো। তিনি বাইরে যাওয়ার সময়ে তাঁর ঘরের দরজা সব সময়ে লাগিয়ে যেতেন। এ থেকে বুঝা যায়, তাঁর সময়ে ঘরের দরজা খুলে রাখার চল ছিলো। একবার ঘরে ফিরে দাউদ নবী দেখলেন যে- একজন ব্যক্তি তাঁর ঘরের দরজায় দাঁড়িয়ে আছেন। পরিচয় জিজ্ঞাসা করতেই সেি লোকটি বললেন- ''আমি সেই ব্যক্তি যে কোণ রাজা-বাদশাহকে ভয় পায় না এবং কোন প্রতিবন্ধকতাই আমাকে আটকে রাখতে পারে না।" দাউদ নবী বুঝতে পারলেন যে, ব্যক্তিটি মৃত্যুর ফেরেশতা। তখন দাউদ নবী বাড়ির ভিতরে প্রবেশ করলেণ। সেখানেই তাঁর জান কবচ করা হয়।
শাইয়্যান,
তুমি আল্লাহর কাছে দোয়া করো- এভাবেই যেন তোমার মৃত্যু হয়- সহজ ও সম্মানের সাথে। মৃত্যুর ফেরেশতা যেন তোমার কাছে এসে সালাম দেন। আল্লাহ তোমার দোয়া কবুল করবেন।
সর্বশেষ এডিট : ০৩ রা সেপ্টেম্বর, ২০২৩ দুপুর ১২:৩৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



