.
.
উপদেষ্টা পরিষদে সদস্য সংখ্যা এখন প্রায় ৩০। সামনে আরো বাড়তে পারে, হয়তো। সরকারের উপদেষ্টা পরিষদে কি সিলেট বিভাগ থেকে আরো কয়েকজনকে নেওয়া যেতো না?
বাংলাদেশের ৬ ভাগের ১ ভাগ জায়গা নিয়ে সিলেট বিভাগ। এই বিভাগেই অনেক মণি-মানিক্যসম জ্যোতির্ময় বাংলাদেশির জন্ম। দেশ - বিদেশে ছড়িয়ে থাকা সিলেটিরা অতীতে যেমন দেশকে সর্বক্ষেত্রে নেতৃত্ব দিয়েছেন, তেমনি ভবিষ্যতেও দিবেন। এই বিভাগের মানুষকে তাই দেশের উন্নয়নে নেতৃত্ব দেওয়ার সুযোগ করে দিতে হবে।
কিন্তু, তারপরও, বর্তমান উপদেষ্টা পরিষদে সিলেটিদের সংখ্যা হতাশাজনক। তাই, প্রশ্ন রাখতেই হচ্ছে, উপদেষ্টা হিসেবে নির্বাচিত হবার মাপকাঠিতে সিলেটিরা পিছিয়ে যাচ্ছেন কেন?
এটা হয়তো ইচ্ছাকৃত কোন ভুল নয়। অদূর ভবিষ্যতে এই ভুল হয়তো শুধরে যাবে। আমি এই আশায় বুক বাঁধছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



