গত ১ বছর ধরে আমি দৈনিক কালবেলা পত্রিকায় নিয়মিত লিখি। কয়েক দিন আগে, আমার এক আত্মীয় আমার খালাকে ফোন করে জানালেন যে, এই পত্রিকায় লিখলে আমাকে পুলিশে ধরে নিয়ে যাওয়ার সম্ভাবনা আছে। কারণ, দৈনিক কালবেলা এক আওয়ামী লীগ নেতার পত্রিকা।
আমার সেই আত্মীয় সম্পর্কে আমার নানা হোন। লেফটিস্ট ঘরানার। তাঁর উপদেশ আমি সিরিয়াসলি নিলাম। একজন সুপরিচিত ব্লগারকে জিজ্ঞাসা করলা যে, পত্রিকাটি মালিক কে। তিনি জানালেন, পত্রিকার মালিক ডঃ হাছান মাহমুদ।
আমি মালিকানা নিয়ে আগে চিন্তা করি নাই। কারণ, এই পত্রিকার একজন সিনিয়র সম্পাদক আমার পরিচিত। আমার এক স্যারের মাধ্যমে পরিচয়। খুব ভালো মানুষ। তাঁর অনূরোধেই লেখা। আমার লেখা ভালো লাগায় এখন পর্যন্ত ৭টা লেখা ছাপিয়েছেন।
কিন্তু, আমার আত্মীয়ের কথায় কিছুটা থমকে গিয়েছি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



