..
...
.......খবরে প্রকাশ, বাংলাদেশে চলতি ২০২৪-২০২৫ অর্থ বছরের ১ম ছয় মাসে (জুলাই-ডিসেম্বর) আলু রপ্তানিতে ধ্বস নেমেছে। তাই, আলু রপ্তানির নতুন বাজার খুঁজে বের করতে হবে। অন্যদিকে, ইন্টারনেট ঘেটে দেখা যায়, ২০১১ - ২০২৪ সাল পর্যন্ত সময়ে, সৌদি আরবের আলু রপ্তানি প্রায় ৪৫% কমেছে, আর, আমদানি প্রায় ৫০% বেড়েছে।
সৌদি আরবে এক বিশেষ জাতের আলু বেশ জনপ্রিয়। এই আলুর বীজ পশ্চিমা দেশ থেকে আমদানী করা হয়। অন্যদিকে, যেসব দেশ থেকে সৌদি আরবে আলু আমদানী করা হয়, সেই দেশগুলোর মাঝে পাকিস্তান অন্যতম হলেও, প্রথম ৭টি দেশের মাঝে বাংলাদেশ নেই!
এই আরব দেশটি বাংলাদেশে উৎপাদিত আলু'র রপ্তানির নতুন বাজার হতে পারতো। কেন হলো না, সেটাই আশ্চর্যের বিষয়!!! অথচ, বাংলাদেশ পৃথিবীর ৭ম বৃহত্তম আলু উৎপাদনকারী দেশ, আর পাকিস্তান ৯ম!