আমি ভ্রমে আছি। গত জুলাই মাসের আন্দোলন নিজ চোখে দেখেছি। তাতে আহতদের সেবা দিয়েছি। যাদেরকে জেলে ঢুকানো হয়েছিলো, তাঁদের সাথে কোর্ট হাজতে গিয়ে সরাসরি কথা বলেছি। আমি নিজের হাতে তাঁদের কাছে খাদ্য পৌঁছে দিয়েছি। আমার চোখের সামনে গুলি হয়েছে মিছিলকারীদের উপরে। আমার দেখা আন্দোলনকারীরা কি আমেরিকান এজেন্ট ছিলো? তাঁরা আমেরিকা থেকে কি এমন পেয়েছিলো যে, নিজের জীবন বাজি রেখে পুলিশের গুলির কাছে বুক পেতে দিয়েছিলো?
আচ্ছা শাইয়্যান, গ্রেফতারের হুমকি সত্ত্বেও যে শিহাবদের রাতেরবেলা ফোন করে সিলেট শহরে শেল্টার দিয়েছিলে, তাঁরা কি আমেরিকান এজেন্ট ছিলো? পুলিশের গুলি চলছে, এরমাঝে তুমি ফোন করলে এক আন্দোলনকারীকে সে কেমন আছে জানতে, সে কি আমেরিকান এজেন্ট ছিলো? তোমার লাইব্রেরীর কোওর্ডিনেটর, সৈয়দ আনোয়ার ভাই, যার মাথায় পুলিশের রাবার বুলেট লাগে, তিনি কি আমেরিকান এজেন্ট ছিলেন? পুলিশের হুমকির মুখেও যেসব আইনজীবী তোমার সাথে এক হয়ে আন্দোলনকারীদের ছাড়াতে গিয়েছিলেন, তাঁরাও কি এজেন্ট ছিলে্ন? যেসব আন্দোলনকারী মেয়েরা সিলেটের চৌহাট্টায় ছাত্রলীগের চাপাতির কোপ আর লাঠি ও ব্যাটের বাড়ি খেয়ে ডুকরে কেঁদে উঠেছিলো, তাঁরা কি আমেরিকান এজেন্ট ছিলো???!!! আসাদগেট আড়ং-এর সামনে যেসব আন্দোলনকারীকে পুলিশ চারদিক দিয়ে ঘিরে ধরেছিলো, তাঁরা সবাই কি আমেরিকান এজেন্ট ছিলো?
তাঁদের সবাইকেই মগজ ধোলাই করে আন্দোলনে নামিয়ে দিয়েছিলো আমেরিকান সরকার? যদি তা তাঁরা করে থাকতে পারে, বলতেই হয়, আমেরিকার কাছে মগজ ধোলাই করার অদৃশ্য মেশিন আছে! কি দরকার এমন এক মেশিনের বিরুদ্ধে গিয়ে!!!
আমেরিকানরা অনেক শক্তিশালী জাতি, তাঁদের বিরুদ্ধে কথা বলে লাভ নেই। জেনারেশন ৭১ ভাই-ই সঠিক!
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৫ রাত ১২:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



