বৈষম্য বিরোধী আন্দোলনের সময়ে কি শত শত মানুষ গুলিতে মারা গিয়েছেন? তাঁদের মাঝে একজনও কি সাধারণ জনগণ ছিলেন না? চোখ হারানো ও আহত হাজার হাজার বাংলাদেশীদের মাঝে কি একজনও ভালো লোক ছিলেন না? নিজের পরিবার দূর্নীতি করছে, এমন কোন তথ্য কি বিগত সরকার প্রধানের কাছে ছিলো না? সেই দূর্নীতির প্রতিবাদ কি তিনি করেছিলেন? দূর্নীতি বন্ধের কি কোন ব্যবস্থা নিয়েছিলেন? ছাত্রদের উপর গুলি চালানোর নির্দেশ কি বিগত সরকার প্রধান ্নেন নাই?
শ্রী নরেন্দ্র মোদী, আমার প্রশ্নগুলোর একটির উত্তরেও যদি বাংলাদেশের বিগত সরকার প্রধান দোষী সাব্যস্ত হয়ে থাকেন, তাহলে, আপনি তাঁকে আশ্রয় দিয়ে ভুল করেছেন। আপনি বাংলাদেশের বিগত সরকার প্রধানসহ অন্যান্যদের বন্ধু বানিয়ে বাংলাদেশের আপামর জনগণকে অপমান করে শত্রু বানাতে সচেষ্ট হয়েছেন।
আপনি প্রমাণ করেছেন - ভারত শেখ পরিবারের বন্ধু, বাংলাদেশের সাধারন জনগণের নয়।
সর্বশেষ এডিট : ১৮ ই জানুয়ারি, ২০২৫ বিকাল ৪:১১

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



