প্রায় ১ মাস হতে চললো, সামু'র 'নির্বাচিত পোস্ট' পাতায় কোন লেখা যায় নাই। এই নিয়ে অনেক ধরণের হাইপোথিসিস দাঁড় করানো যায়। আমার মাথায় যে কয়েকটা আসছে, সেগুলো শেয়ার করলাম -
১) ব্লগে গত ১ মাসে নির্বাচিত পাতায় যাওয়ার মতো কোন লেখা আসে নাই। যেহেতু, সেরকম কোন লেখা আসে নাই, সেহেতু মডারেটর কোন পোস্টই 'লাইক' করেন নাই।
২) ব্লগের 'নির্বাচিত পাতা'-এ নিয়ে যাওয়ার মডারেটরের বাটনটি কাজ করছে না। যেহেতু, কাজ করছে না, তার মানে সফটওয়্যার আপডেট করা হয় নাই।
৩) মডারেটর অসুস্থ্য। যেহেতু অসুস্থ্য, সেহেতু নির্বাচিত পাতায় নেওয়ার নেওয়ার জন্যে পোস্ট পড়ার মতো অবস্থায় তিনি নাই।
৪) মডারেটর খুব ব্যস্ত। যেহেতু তিনি ব্লগ সংক্রান্ত অন্য কোন বিজনেসে মনোনিবেশ করেছেন, তিনি ব্যস্ততার জন্যে নির্বাচিত পাতায় পোস্ট নেওয়ার মতো সময় দিতে পারছেন না।
অনেকগুলো হয়ে গেলো। কোনটা সঠিক আমার ঠিক জানা নেই। আপনাদের জানা থাকলে, শেয়ার করবেন, প্লিজ।
সর্বশেষ এডিট : ২২ শে জানুয়ারি, ২০২৫ রাত ১২:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



