এক ব্যক্তি মাতাল অবস্থায় মহাসড়কের পাশে অচেতন হয়ে পড়ে ছিল। আত্মনিয়ন্ত্রণের লাগাম তার হাত থেকে খুলে পড়েছে। ঠিক সেই সময় এক দরবেশ পথ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। তিনি থেমে দাঁড়িয়ে ওই লোকটির দুর্দশাগ্রস্ত ও লজ্জাজনক অবস্থার দিকে তাকালেন।
মাতাল যুবকটি অচিরেই চোখ মেলে তাকাল এবং অস্পষ্ট স্বরে এই পঙক্তিগুলি উচ্চারণ করল:
“যখন তারা কোন ঘৃণিত কিছুর পাশে দিয়ে যায়, তারা যায় ক্ষমার দৃষ্টিতে।
তুমি যখন একজন পাপীকে দেখো, দয়া করে মুখ ফিরিয়ে নিও না।”
তারপর সে কাতর কণ্ঠে বলল:
"ওহে সাধু,
পাপীর থেকে মুখ ফিরিয়ে নিও না,
তাকে করুণার দৃষ্টিতে দেখো।
আমি যদি অপমানজনক কাজ করে থাকি,
তবে তুমি মহানুভবের মতো চুপচাপ পাশ কাটিয়ে যাও।”
শেখ সাদী, গুলিস্তাঁ
আমার অনুভূতিঃ আমি জানি এটা খুব কঠিন কাজ। কত রকম পাপই তো তোমার চোখে পড়ে - গীবত, ঝগড়া, রেশারিশি, লোভ-লালসা! কিন্তু, মহানুভব হতে হলে, এসবকে পাশ কাটিয়ে যাওয়া ছাড়া আর কি কোন উপায় আছে?!!! শাইয়্যান, তুমি বরং মহানুভব হওয়ার চেষ্টা করো!
সর্বশেষ এডিট : ০১ লা জুলাই, ২০২৫ রাত ৯:৩৫