২০১৫ সাল। আমি দেশে ফিরে এসেছি। এক দিন বিকালে, হঠাৎ ইচ্ছা হলো প্রয়াত প্রেসিডেন্ট জিয়াউর রহমানের কবর জিয়ারত করবো। আমাদের বাসার কাছেই তাঁর কবর। বি,এন,পি আমলে তাঁর কবর এলাকাকে খুবই দৃষ্টি নন্দন একটি জায়গায় পরিণত করা হয়েছে। সবাই সেখানে 'বেড়াতে' যান। কিন্তু, জিয়ারত করেন না!
আমি লক্ষ্য করলাম, আগত সবাই সেই এলাকায় ঘুরে ফিরে বেড়াচ্ছেন। এমনকি কবরের উপর অনেককে বসে থাকতে দেখলাম। কিছু শিশু স্কেটিং করছে। আমি দাঁড়িয়ে ফাতেহা পাঠ করে দুরুদ শরীফ পড়লাম। তারপরে, হাত তুলে তাঁর মাগফিরাতের জন্যে দোওয়া করলাম। আমি লক্ষ্য করলাম, অনেকেই অবাক হয়ে আমার দিকে তাকিয়ে আছেন!
এই জুলাই মাসে, গত বছরের আন্দোলনে অনেকে শহীদ হয়েছেন। তাঁদের অনেকেই দেশের কথা চিন্তা করে পথে নেমে এসে অকাতরে মৃত্যুবরণ করেছেন। তাঁদের প্রতি, আমরা যারা এখনো জীবিত, তাঁদের অনেক দায়িত্ব। সেই দায়িত্বের একটি হচ্ছে- সেসব বীরদের রুহুর মাগফেরাতের জন্যে দোওয়া করা।
আসুন, আজ বিকালে সবাই ১ বার সুরা ফাতিহা, ৩ বার সূরা এখলাছ, এবং ১১ বার দূরুদ শরীফ পড়ে সকল শহীদদের জন্যে দোওয়া করি এবং বলি -
আসসালামু আলাইকুম ইয়া আহলাল কুবুরী।
সর্বশেষ এডিট : ০২ রা জুলাই, ২০২৫ দুপুর ১২:৫৮