
শেখ হাসিনার আমলে বাংলাদেশে অনেক দুর্নীতি হয়েছে, মানুষের উপরে অত্যাচার হয়েছে। এখনো হচ্ছে। দেশে আইন হাতে তুলে নেওয়ার মাধ্যমে গত কয়েক মাস ধরে মববাজি হয়েছে, দুর্নীতি তো হচ্ছেই। তার মানে কি দাঁড়ালো? দেশের মানুষ যদি দুর্নীতি/রাহাজানি করেন, তার দায়ভাগ কি সরকার নিবে? কেন নিবে? দেশের সিংহভাগ মানুষকে কন্ট্রোল করার ক্ষমতা কোন সরকার প্রধানেরই নাই, এটা বুঝা যাচ্ছে। এভাবে, শেখ হাসিনারও ছিলো না।
শেখ হাসিনা এমন একটি পরিবার থেকে উঠে এসেছেন, যারা শুধু নিজেরা খারাপ থেকে দূরে থাকেননি, দেশের জনগণের জন্যেও ভালো কাজ করেছেন। সেই পরিবারের সন্তান হয়ে শেখ হাসিনা খারাপ হবেন তা কি করে হয়!!! যদিও, নবী নুহের ছেলে নবীর কথা শুনে নাই। ফলে, বিপদে পড়েছিলো। কিন্তু, শেখ হাসিনা তো একজন মুসলমান! নবী নুহের ছেলের সাথে তাঁর তুলনা চলে না।
শেখ হাসিনা একজন নারী হয়েও আমাদের পুরুষতান্ত্রিক সমাজে দুর্নীতির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করেছিলেন। এর কয়েক মাস পরেই তাঁর পতন হয়। সেই যুদ্ধ ঘোষণার সাথে সরকার পতনের কোন যোগসূত্র আছে কি? তাঁর সরকারের অনেকেই দূর্নীতির সাথে জড়িত ছিলেন বলে শোনা যাচ্ছে। তারাই বেইমানী করেছেন শেখ হাসিনার সাথে? হতে পারে।
শেখ হাসিনা ব্যারিস্টার সুমন ভাইয়ের সাথে প্রথম দিকে ভালো আচরণ করেন নাই। সুমন ভাইকে পার্টির বাজে মানুষদের চাপে মনোনয়ন দেন নাই। পরে সুমন ভাই দেখিয়ে দিয়েছিলেন জনগণ তাঁর পক্ষে আছে। খোদা এভাবে বদলা নিয়েছেন।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


