ফ্রিল্যান্সিং 'এ মার্কেটে বাঙালীদের আয় খুবই কম সম্ভবত পুরো ট্রিলিয়ন ডলারের মাকের্টে ০.১ ভাগ, এটা জেনেছিলাম, সম্মানিত কোনো এক ব্লগারের কাছেই; তবে এর সঠিকতা যাচাই করা হয়নি, এত আয় করে বাঙালীরা? আরও জেনেছিলাম খুবই ক্রিটিক্যাল স্কিল বাঙালীরা খুব কমই পারে।ফ্রিল্যান্স নিয়ে কথা বলতেই আয়ের কথা আগে বলে বন্যা বইয়ে দেয় 'প্রিন্ট মিডিয়া,বিভিন্ন সাইট, ইউটিউবে। প্যাসিভ ইনকাম নিয়ে ব্লগার স্বপ্নবাজ সৌরভ 'পোস্ট দিয়েছিলো, আইডিয়া তেমন পাওয়া যায়নি।
আমার প্রশ্নগুলো হলো '
/ ফ্রিলান্সিং মার্কেট প্লেস গুলো কি হালচাল? বাঙালীদের আধিপত্য কেমন?মার্কেট প্লেসের তুলনায় অন্য দেশের সাথে বাঙালীর পার্থক্য কেমন?
/ পেশা হিসেবে এটাকে আকড়ে ধরছে দেশে কতভাগ? ( আনুমানিক)
/আপনার দেখা এ পেশায় সফলতা দেখেছেন কারও? বা আপনার নিজের অভিজ্ঞতা কেমন ছিলো?
/ ট্রেনিং সেন্টার সমুহে গিয়ে কাজ হয় ভালোমত? অনলাইন ঘেটে বিভিন্ন লার্নিং সাইট থেকে পেইড কোর্স থেকে শিখে, কেমন কাজ হয়?
/ নতুন টেকনোলজি আসায়,নতুন কোর্স বের হচ্ছে ' দীর্ঘমেয়াদী কোনো স্কিল (ব্লক চেইন,ভিআর রিয়েলিটি) শিখছে, এমন কেউ আপনার পরিচিত আছে?
/ব্লগারেরা কোনো আশ্রম খুলে বসেছেন 'এসব শিখানোর জন্য?
/ বিভিন্ন ধরনের স্কিল আয়ত্ত করে পকেটে ডলার ডুকাতে গড় সময় কত লাগে?
সর্বশেষ এডিট : ২৭ শে আগস্ট, ২০২২ সকাল ৯:২০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



