
বাংলা ব্লগের দশা সামু নিজের কাধে আগলে এগিয়ে যাচ্ছে, বাকি ব্লগগুলো পরলোকগমন করেছে।বিদেশী নেটওয়ার্কে আধিপত্যে সময় বের করে ব্লগে দেয়া মানসিক দৃঢ়তার পরিচয় হয়ে দাড়িয়েছে। দেড় লক্ষ ব্লগার সময় বের করে কোনো কারণ বশত রেজিস্ট্রেশন করেছিলেন,সবাই নেই।কোথায় আছে ,আদৌ পৃথিবীতে হেটে বেড়াচ্ছে কিনা তাও জানার উপায় নেই। এমন হহতে পারে প্রাইভেট মেডিক্যালের আইসিউতে ভর্তি বা ঢাকা কেন্দ্রীয় কারাগারে ভর্তি।
ব্লগারেরা পরলোকগমন করলে নোটিফিকেশন পাওয়া গেলে ভালো হতো, বা উনারা অন্য সাইটে সময় ব্যয় করবে এমন কিছু আসলে জানিয়ে দেয়া দরকার আপনারা উনাদের পাবেন না বেশকিছু সময়, ঐটা ভেবে ব্লগিং করুন। বা ক্যাচালের গন্ধ পাওয়া যাচ্ছে শত্রু/মিত্র পক্ষে ভীড় করে লড়াই করুন বা ব্লগ থেকে একজন মনে আঘাত পেয়েছে ব্যাপারটা মাথায় রাখুন।তাছাড়া ভিজিটর ক্যাটাগরি শতের উপরে দেখা যায় ব্লগ থেকে তারা কি পেয়ে কি নিয়ে যায় তা জানা যায় না, উনারা নিশ্চই ধুর্ত পদের কেউ নয় যেমন: আফ্রিকায় মানুষদের হাতে বাইবেল ধরিয়ে, পা নিচে জমি নিয়ে গেছে এক শ্রেনীর মানুষ। একজনের সাথে যোগাযোগ করে জানতে চাইলাম,ব্লগে চোখ রাখতে ইচ্ছে করে না কেন? উনি বললেন- ব্লগের কোয়ালিটি নেই, পড়ার মত কিছু নেই;এর থেকে নাকি জাতীয় দৈনিকের সম্পাদকীয় পড়া ভালো।আমি কাউন্টারে কিছু বলিনি।
ব্লগে আলোচিত মৃত্যুর খবর ছিলো নুরু সাহেবের,যদিও আমরা জেনেছি একমাস পর,উনার বিচারকার্য ততদিনে শেষ হয়েছিলো; ব্লগারদের শোক প্রকাশের মাত্রায় কোনো ভাটা পড়েনি। আমার আয়ু বেশি দিন হয়নি, তবে জেনেছি ইমন জুবায়ের নামের একজনের প্রতি সবার টান ছিলো; আবু হেনা মৃত্যুবার্ষিকী নিয়ে পোস্ট এসেছিলো। নিরবে নিভৃতে পরলোকগমনে তেমন পাত্তা দেয় না ব্লগ,এটা সংস্কৃতি হয়ে দাড়িয়েছে,প্রাকটিস চলছে। এক ছাদের নিচে এনে কুশল বিনিময় করাও কষ্টদায়ক কাজ হিসেবে মনে হচ্ছে দিনের পর দিন।
সর্বশেষ এডিট : ০৮ ই এপ্রিল, ২০২৩ রাত ১২:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



