
ইন্টারেস্টিং ব্যাপার বলি, গতকাল আমার এক কাজিনের সাথে খেলছিলাম, ওর বয়স ছয় ; আমি মোটামুটি ওর বেড়ে উঠা দেখেছি। কিছুটা ধারনা ছিলো আশপাশ থেকে মাথায় কি নিয়ে বড় হচ্ছে। ইদানীং "Belief System "এ নতুন রঙ ধারণ করছে। আমি গতকাল এক পপুলার টিভি সিরিজের শর্ট ক্লিপ দেখছিলাম।হঠাৎ মাথায় কাজ করলো যে, দেখি ওকে ক্লিপ দেখিয়ে জানতে চাই, এখানে কে বেশি স্মার্ট, কাকে তোমার সবচেয়ে বেশি পছন্দ হয়?
৩/৪ মিনিটের ভিডিও পুরোটা দেখার পর সে নিজের পছন্দ অনুযায়ী সিরিয়াল করলো,আমি কারণ জানতে চাইলে যা বললো সহজে বুঝা গেলো না ; তবে আমি বুঝে নিয়েছি, সে শুধু বডি ল্যাঙ্গুয়েজ প্রেডিক্ট করেই স্মার্ট ক্যারেক্টার বের করে ফেলেছে। যা ৯৫ ভাগ সিরিজ দেখা মানুষ একমত পোষণ করবে।অথচ সে সিরিজের কিছু জানে না,ওখানে কি কথা বলা হচ্ছে তাও বুঝতে পারেনি,চায়নি।
আমরা বড় যাওয়া মানুষগুলোর মন কখনো শিশুদের মত কাজ করে না, কিছুদিন আগে সে বাহিরে গিয়ে এক কুকুরের পা ভাঙা দেখে এসে, বাসায় কাঁদতে শুরু করেছিলো এই বলে যে 'কুকুরটা নাকি অনেক কস্ট পাচ্ছে। আমাদের ভেতরে কত শত দর্শনের মিক্সড ভার্সন বিরাজ করছে,যার ফলে নিজের ভাবনা বলতে কিছু নেই; যা অনেক সময় নিজের ভাবনা বলে মনে হয় 'সুক্ষ্মদৃষ্টিতে দেখলে বোঝা যায়, এটার শেকড় বা প্রশাখা অন্যজন থেকে ধার করা ; যা মৃত্যুর আগ পর্যন্তও বোঝার উপায় তেমন নেই।
সর্বশেষ এডিট : ০২ রা অক্টোবর, ২০২৩ সকাল ৮:০৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



