অনেকটা পথ পায়ে পায়ে যাব বলে
অনেকটা চড়াই-উৎরাই...
মানুষের ভাল থাকার ওপর অনেক কিছু নির্ভর করে
শ্মশানের দুর্মর আসক্তিতে সে কি শুধু ছোটে,
বাতাসের আশীর্বাদে জাগে না রাত্রি,
সুপ্ত প্রতিশ্রুতি কিছু ভোরে- সূর্যোদয়ে।
তোমাকে যে না চাইতেই মন দিয়ে বসে আছি,
তোমার ছায়ার সাথে মিশে গেছে আত্মার সুঘ্রাণ
তোমাকে যা দগ্ধ করে
সেই অগ্নি
পোড়ে আমাকেও।
আ- অশীতিপর বৃদ্ধ,
ঘোর নিসঙ্গ সমুদ্দুরের মাঝে
শিখিয়েছ অহেতুক
কাঁটাবিদ্ধ মাছ ধরিবার নেশা
সর্বশেষ এডিট : ২৮ শে অক্টোবর, ২০০৯ রাত ৯:৪৬

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



