আমার পথের পাশে জেগে থাকে পদ্মপাতা ভোর
পদপ্রান্তে - মসুরের ক্ষেত
ভাঙা লাটাই, বাঁশবন, চাঁদিনী চমক
দখিনা পবন মানে সর্ষেক্ষেত
আদিগন্ত- চেনা শস্যকণা
স্বপ্নের ফলন ফলে বারমাসে চৌষট্টি কলাতে
আমার পথের পাশে বসে থাকে ভোরের উদয়
উজানি মাছের ঝাঁক
আমনের মোটা মোটা শিস
লাল হয়ে ফুটে থাকে সারি সারি শতায়ু শিমুল
শুয়োপোকা, পাখিকূল বিচিত্র বরণ।
শিশু কেঁদে ওঠে আমার পথের পাশে
হাট থেকে ফিরে আসে
দরিদ্র কৃষক, মাঝি, হাটুরে জেলেরা
রাজ্যের সহিষ্ণুতা হৃদয়ে ধারণ করে
বসে থাকে চন্দ্রাবতী বোন
ত্রিভুবন দশদিক প্রকম্পিত তোমাদের হত্যাযজ্ঞমুখে
পরাজয়, ঘৃণা আর করুণ বিলাপ ছাড়া
আমি আর কিছুই দেখি না
বিভৎস চেহারা, কলঙ্ক কুৎসিত আত্মাগুলো কদর্য নর্দমা
পৃথিবীতে জন্ম নেয়া এমন একটি প্রাণীও নেই
ঘাতককে যে করুণা করে না
হত্যা করার আগে তোমরা কি ভাব
মহাবিশ্বে কোথাও জীবন নেই
পৃথিবী ব্যতীত
আর
সৃষ্টিও তোমরা কিছু কর না কখনও।
সর্বশেষ এডিট : ২৯ শে অক্টোবর, ২০০৯ সকাল ১০:৩০

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



