অলসের কালে জন্ম নিল গন্ধরাজ, কবিবর
রাখালের চোখ যে আকাশ দেখে, তা কি তুমি দেখ!
নদীটির কোন এক জলঘেঁষা তীরে জন্ম
রাজ্যের সমুদয় ইন্দ্রবতী মেঘ তার চোখে
সারাদিন গরু চরে, সারারাত স্বপ্নবাজ মেঘ,
রাখালের দৃষ্টি থেকে মেঘ দেখলে মনে হবে
দেয়ালের চুনকাম গিলে খাবে বট একদিন
কালে কালে কাল হবে কাল
বটবৃক্ষ, নদীতীর
কঙ্কালের শাদা শাদা ফুল
দেহ তার প্রেমের ফসিল
সর্বশেষ এডিট : ০৮ ই নভেম্বর, ২০০৯ রাত ১:৫৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



