ভুমিকম্পের মৃদু (কারো কারো মতে মাঝারি) ভাইব্রেশনে যখন ঢাকা শহরের অলি-গলি-রাজপথ কাইপ্পা উঠল তহন নির্বিকার আমি Mtv’র খুল্লামখুলা নাচ দেখোনে ব্যাস্ত। এতটাই যে টেলিভিশনের লাফালাফি-দাপাদাপিই ভাইব্রেশনরুপে ধরা দিল কিনা সেইটা চিন্তা কইরা মনে মনে নিজের রসবোধ ফুটানোর ফুসরতও পাই নাই। না পাইয়া অবশ্য মনে মনে খুশিই হইছি, এই দ্যাশে বাস কইরা এইসব মৃদু-মন্দ দোলায় দোলায়িত হওনের অনুভুতি না থাকনেই ভালা। এইসব ন্যাচারাল ডিজাস্টারের অল্প-স্বল্প দোলায় ভীত হওনের কি আছে? এর চাইতে কত বড় বড় দোল দেয় এইখানের মাইনষে। দ্যাশটার জন্মের পরেরতনেই দিতে আছে। পচত্তইরে দিছে, একাশিতে দিছে, উনানব্বইতে দিছে। অহনও দেয়। দিতেই আছে। জলিল দেয়, সাকা দেয়, আশরাফ দেয়, আওয়ামীলিগ দেয়, বিএনপি দেয়, জামাত দেয়, সুশীল সমাজ দেয়, আমজনতাও ধোয়া তুলসী পাতা না, হেরাও দেয়। চাঞ্চ পাইলে আমিই কি চাইরা দেই? সবাই চাঞ্চে থাকে, আইক্কাওয়ালা বা দয়া হইলে আইক্কা ছাড়ানো বাশ ঢুকানোর চাঞ্চে। সেইটার যেই ভাইব্রেশন সেই ভাইব্রেশনের কাছে এইসব ন্যাচারাল ডিজাস্টার-সিজাস্টারের ভাইব্রেশনের কোন বেইল আছে?
যে কেউ আমারে অনুভুতিহীন কইতে পারে, কউকগা। আমি হেগোরে থোরাই কেয়ার করি। মনে মনে আমি খুশি, এই শহর, এই দ্যাশে বাস করনের উপযুক্ততা বাড়তাছে আমার।
সর্বশেষ এডিট : ২৫ শে জানুয়ারি, ২০১০ বিকাল ৫:৪২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



