জীবনটা অনেকটা দেয়ালে টানানো চক্রাকার ঘড়ির সেকেন্ড, মিনিট, ঘন্টার কাটার মতো। ছটা থেকে বারোটা পর্যন্ত কাটা গুলো উঠবে, তারপর বারোটা থেকে ছটা কাটাগুলো নামবে। উঠার সময়ে পাওয়া যায় নতুন মাটির গন্ধ, বালু-সিমেন্টের মিশ্রনের গন্ধ, সিজন করা কাঠের গন্ধ। সামনে থাকা ছোট্ট এক চিলতে উঠোনে ঘাসের গন্ধ, ছাদে দাঁড়িয়ে ভোরের স্নিগ্ধ বাতাসের গন্ধ। নামার সময়ে নতুন মাটি পুরোনো হয়ে যায়, বালু-সিমেন্ট খসে পড়ে, কাঠ ধরে ঘুণ। সামনে থাকা এক চিলতে উঠোনটা খুব ছোট হয়ে যায়, ছাদে দাঁড়িয়ে আর ভোরের বাতাস পাওয়া যায় না।
ভাঙ্গা গড়ার এ খেলাটা চিরন্তন। প্রজন্ম থেকে প্রজন্মে এ খেলা চলবেই। এক প্রজন্ম গড়বে, বুকের ভালোবাসায়, চোখের পানিতে, রক্তের উষ্ণতায়। তিল তিল করে, বিন্দু বিন্দু করে। জীবন আসবে সেখানে, একটু একটু করে। ছোট চারাগাছটা হবে বড় গাছ, মেয়ে হবে মা। তারপর আরেক প্রজন্ম তা ভাঙ্গবে। খেয়ালীতে, প্রয়োজনে, চাহিদায়। প্রকৃতির এ অমোঘ নিয়মটা প্রকৃতি থেকে শেখে যে মানুষ। মানুষ হয়ে তাকে অস্বীকার করার উপায় কোথায় মানুষের?
অসময়ে কুহু শুনে মনের ভেতর কেমন জানি হুহু একটা আবেগ এনে দেয়। কাকের কাঁ কাঁ ডাক বরঞ্চ অনেক বাস্তব মনে হয়। এই যে নগর, এই যে নাগরিক রুক্ষতা সেখানে কুহু অযাচিত। কাকের কর্কশ কাঁ কাঁ শব্দ সেখানে মানিয়ে যায়, মিলিয়ে যায়, মিশিয়ে যায়। তবুও মনের ভেতর কুহু শোনার আকুলতা। কুহু শুনে হুহু করে ওঠা টান, অজান্তেই। সংস্কারই হবে বোধহয়। নইলে ইট-কাঠের এ রুক্ষ নগরীতে বাস করার পড়েও কুহু শব্দে মনের ভেতর হুহু করে উঠবে কেন?
তাইতো ধানমন্ডির ১০ নং রোডের দেড়তলা, সামনের ছোট্ট সবুজ উঠোনের জমিলা কুটিরের পরিবর্তিত রুপ চৌদ্দতলা জমিলা’স প্যালেসের চারতলার পশ্চিমদিকের বারান্দায় দাঁড়িয়ে জমিলা বেগম বুঝতে পারেন না কেন কুহু শব্দে মনের ভেতর হুহু করে উঠে তার?
আলোচিত ব্লগ
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট
পানির অপচয় রোধ: ইসলামের চিরন্তন শিক্ষা এবং সমকালীন বিশ্বের গভীর সংকট

পানি জীবনের মূল উৎস। এটি ছাড়া কোনো প্রাণের অস্তিত্ব সম্ভব নয়। পবিত্র কুরআনে আল্লাহ তা'আলা ইরশাদ করেন:
وَجَعَلۡنَا... ...বাকিটুকু পড়ুন
মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫….(৭)
ষষ্ঠ পর্বের লিঙ্কঃ মায়াময় স্মৃতি, পবিত্র হজ্জ্ব- ২০২৫-….(৬)
০৬ জুন ২০২৫ তারিখে সূর্যোদয়ের পরে পরেই আমাদেরকে বাসে করে আরাফাতের ময়দানে নিয়ে আসা হলো। এই দিনটি বছরের পবিত্রতম দিন।... ...বাকিটুকু পড়ুন
হাদিকে shoot করে লাভবান হলো কে?

শরিফ ওসমান হাদি যিনি সাধারণত ওসমান হাদি নামে পরিচিত একজন বাংলাদেশি রাজনৈতিক কর্মী ও বক্তা, যিনি জুলাই গণঅভ্যুত্থান-পরবর্তী সময়ে গঠিত রাজনৈতিক-সাংস্কৃতিক সংগঠন ইনকিলাব মঞ্চের মুখপাত্র হিসেবে পরিচিত। তিনি ত্রয়োদশ... ...বাকিটুকু পড়ুন
আধা রাজাকারি পোষ্ট ......

আমি স্বাধীন বাংলাদেশে জন্মগ্রহণ করেছি। আমার কাছে একাত্তরের মুক্তিযুদ্ধ, স্বাধীনতা, বা পূর্ব পাকিস্তানের সঙ্গে আজকের বাংলাদেশের তুলনা—এসব নিয়ে কোনো আবেগ বা নস্টালজিয়া নেই। আমি জন্মগতভাবেই স্বাধীন দেশের নাগরিক, কিন্তু... ...বাকিটুকু পড়ুন
ইন্দিরা কেন ভারতীয় বাহিনীকে বাংলাদেশে দীর্ঘদিন রাখেনি?

কারণ, কোল্ডওয়ারের সেই যুগে (১৯৭১সাল ), আমেরিকা ও চীন পাকিস্তানের পক্ষে ছিলো; ইন্দিরা বাংলাদেশে সৈন্য রেখে বিশ্বের বড় শক্তিগুলোর সাথে বিতন্ডায় জড়াতে চাহেনি।
ব্লগে নতুন পাগলের উদ্ভব ঘটেছে;... ...বাকিটুকু পড়ুন

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।