শেষ রক্ষা হবে কি?
সহজ উত্তর - না.
জুলুম, অত্যাচার যত বাড়ে,
মানুষের resilience করার ক্ষমতা তত বাড়ে।
বন্দুকের নলের সামনে বুক চিতিয়ে দাড়ানো শিখে গেলে,
তাকে আর পরাস্ত করা যায়না। তাই বলছি,
শেষ রক্ষা হবে কি?
সহজ উত্তর - না।
শুভ বুদ্ধির উদয় হোক......।
বুদ্ধিমানদের কলম থেকে কালি বের হোক,
তেল না।
বুদ্ধিমান নির্বোধ হয়ে গেলে,
লজ্জ্বাহীন ভাবে স্বৈরাচারের দালাল হয়।
এক বুক ভরা আশা নিয়ে যে সব স্বপ্নচারী তরুণ
আপনার দুয়ারে আঘাত করেছিল,
তারা আপনার দুশমন ছিলনা। কিন্ত
বন্দুকের নলের সামনে আপনি
তাদের দাড় করিয়ে দিলেন।
স্বপ্নগুলোকে চীরতরে স্তব্দ করে দিলেন। তবে
মাটির নীচে প্রোতিথ স্বপ্নের উৎগিরনে নতুন স্বপ্ন
আপনাকে ধ্বংস করে দিবে। তাই বলছি,
শেষ রক্ষা হবে কি?
সহজ উত্তর - না।
শুভ বুদ্ধির উদয় হোক......।
সর্বশেষ এডিট : ২৭ শে জুলাই, ২০২৪ বিকাল ৫:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



