তিনি পালিয়ে গিয়েছেন লাখো নেতা কর্মীর জীবনকে বিপন্ন করে। তিনি আপনার কথা ভাবেন নাই। সত্য মিথ্যা বিবেচনা না করে আপনি তার রাজনৈতিক ন্যেরেটিভকে বিশ্বাস করেছিলেন। আপনি তার জন্যে জীবন দিতে রাজী ছিলেন। কিন্ত তিনি আপনার জীবনের মুল্য বুঝেনি, নীজের জীবনের মূল্য বুঝেছে। আর তাই কাপুরুষের মত পালিয়ে গিয়েছেন।
৭৭ বছর বয়স তার। তিনি যদি তার আদর্শের উপর বিশ্বাস রাখতেন, তাহলে পালিয়ে যেতেন না, প্রয়োজনে জীবন দিয়ে মহিয়ান হতেন। হাজারো মানুষের জীবনের থেকে যার কাছে মূল্যবান ছিল ক্ষমতা, মনে রাখুন তার কাছে আপনার কোনই মুল্য নেই। একজন সত্যিকারের রাজনীতীবিদ প্রয়োজনে জীবন দেয়, কিন্ত কাপুরুষের মত পালিয়ে যায়না। বিশ্বাস করুন, তিনি আর ফিরবেন না। তার ফেরার সুযোগ নেই। তার অন্ধকার যুগের যবনিকাপাত হয়ে গিয়েছে। তবে আপনি মুল্যবান। নিজের মুল্য বুঝতে হলে নিজের বর্তমান আর ভবিষ্যতকে নির্ধারন করুন। নিজের পথ তৈরী করুন।
নিজেকে প্রশ্ন করুন, নিজের ভুল খুজে বের করুন, নিজেকে শুধরে নিন, দেশ গড়ার কাজে লাগুন। সিদ্ধান্ত আপনার - লুটপাটকারীদের সহযোগী হবেন, না দেশ গড়বেন - নতুন বাংলাদেশ!
সর্বশেষ এডিট : ১১ ই নভেম্বর, ২০২৪ ভোর ৫:১২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


