তিনি এখন দেশের প্রখ্যাত গল্পকার। আর আমি একটি বেসরকারি টিভি চ্যানেলের সামান্য রিপোর্টার। মাঝে মাঝেই বড় মাপের মানুষদের কাছে ছুটতে হয় বিশেষ সাক্ষাৎকারের জন্য।
আগামীকাল তার জন্মদিন। সারাদেশের অসংখ্য ভক্তবৃন্দ সেলিব্রেট করবে তাকে। চ্যানেলের পর্দাগুলো জুড়ে থাকবে তার সরব উপস্থিতি।
রাতেই মাসরুর ভাই ফোন করে আমাকে মনে করিয়ে দিলেন। ‘শারমিন, আগামীকাল সন্ধ্যা সাড়ে সাতটায় গল্পকার রফিক রেজওয়ানের লাইভ সাক্ষাৎকার নিতে হবে আপনাকে, মনে আছে তো? এক কাজ করুন, উনার উপর অনেক ডকুমেন্টারি আছে, নেট সার্চ দিলেই পেয়ে যাবেন। একটু স্ট্যাডি করে নিতে পারেন’
আমি বেলকোনিতে বসে বসে রাতের পৃষ্ঠা উল্টাচ্ছি। স্ট্যাডি করছি নয় বছর আগের পুরোনো সিলেবাস। তার সাথে আমার আড়াই বছরের গোপন চড়ুই সংসার...

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



