বাংলা আমাদের মাতৃভাষা।মায়ের মতই ভালবাসি বাংলাকে আমরা।বাংলা এখন আন্তর্জাতিক মাতৃভাষা হিসেবে স্বীকৃত।বাংলা ভাষা আমাদের অহংকার,আমাদের গর্ব।কিন্তু দুঃখের বিষয় হলো,আমরা আমাদের নিজেদের ভাষার সঠিক চর্চা করছি না ।
বাংলা ভাষায় সাহিত্য রচনা করে বহু দেশ-বিদেশী লেখক জগৎ বিখ্যাত হয়েছেন।বাংলাকে নিয়ে গবেষনা চলছে বিশ্বের বিভিন্ন দেশে।
বাংলা ভাষাতে অনুষ্ঠান প্রচার করছে বিবিসি,ভয়েস অব আমেরিকা,চীনা বেতার কেন্দ্র সহ বিশ্বের বেশ কয়কেটি দেশে।সবচেয়ে দুঃখজনক ব্যাপার হলো, বাংলাদেশের মিডিয়া বা গনমাধ্যমগুলোতে বাংলা ভাষার সঠিক চর্চা হচ্ছে না বললেই চলে।বিশেষ করে বাংলাদেশের ইদানিং কালের প্রদর্শিত নাটক ,চলচ্চিত্র দেখে বুঝা যায় ভাষার কি রকম ভয়াবহ চর্চা হচ্ছে।
বর্তমানে তরুণ সমাজের কাছে আরেকটি জনপ্রিয় গনমাধ্যম হচ্ছে এফ এম রেডিও কেন্দ্রগুলি।কিন্তু পরিতাপের বিষয় হলো,এফ এম রেডিও কেন্দ্রগুলিতে যেভাবে বাংলিশ(বাংলা+ইংরেজির মিশ্রণ) চর্চা হচ্ছে এভাবে চলতে থাকলে শুদ্ধ বাংলা জাদুঘরে আশ্রয় নিতে বাধ্য হবে।অথচ পশ্চিম বাংলার এফ এম কেন্দ্রগুলিতে অনেক সুন্দরভাবে শুদ্ধ বাংলার চর্চ হচ্ছে।
আসুন আজ মহান ২১ ফেব্রয়ারী "আন্তর্জাতিক মাতৃভাষা দিবস" হিসেবে শপথ নিই "নিজে শুদ্ধ বাংলার চর্চা করব অন্যকেও উৎসাহিত করব।"
সর্বশেষ এডিট : ২১ শে ফেব্রুয়ারি, ২০১০ রাত ৮:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




