আমি স্বপ্ন দেখি, সুন্দর একটা পৃথিবীর।আমি স্বপ্ন দেখি,সুন্দর একটা বাংলাদেশের।আমি স্বপ্ন দেখি,কৃষকের মন ভোলানো হাসির ।আমি স্বপ্ন দেখি,গ্রামের সহজ সরল মেয়েটির চঞ্চল পথচলা।
আমি স্বপ্ন দেখি,আমার মায়ের আত্নতৃপ্তির হাসির ।আমি স্বপ্ন দেখি,প্রিয়ার খোলা চুলের অপার সৌন্দর্য ।আমি স্বপ্ন দেখি,বিশ্ববিদ্যালয়ের নির্ভয় ক্যাম্পাস ।আমি স্বপ্ন দেখি,রিকশাওয়ালার হাসিমুখের গানের সুর।
আমি স্বপ্ন দেখি,রাস্তার ছেলেটির মধুর হাসি।আমি স্বপ্ন দেখি,বিকারগ্রস্ত মানুষগুলোর নতুন করে জেগে উঠার সাহস।
আমি স্বপ্ন দেখি,সবুজের ঢেউ এদেশের মাঠে,মাঠে।আমি স্বপ্ন দেখি,রঙ্গিন ফুলে সাজানো প্রতিটি পথ,প্রতিটি প্রান্তর।আমি স্বপ্ন দেখি,সবুজ গাছ-গাছালির,পাখির কলরব।আমি স্বপ্ন দেখি,পাহাড়ের ঝর্না,আদিবাসী মেয়েটির পাহাড়ি গান।আমি স্বপ্ন দেখি,লাল আকাশের সূর্যদোয়ের,গোধূলির সূর্যাস্তের।আমি স্বপ্ন দেখি,ভরা পূর্ণিমার,নীল জোছনার।
সর্বশেষ এডিট : ২৬ শে ফেব্রুয়ারি, ২০১০ ভোর ৪:৫৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




