আজ ঢাকা বিশ্ববিদ্যালয়ের টি এস সি মিলনায়তনে শেষ হয়ে গেল আমার ভাষা চলচ্চিত্র উৎসব ১৪১৬।
২২-২৮ ফেব্রুয়ারী পর্যন্ত এ উৎসব চলে।বাংলাদেশ ও ভারতীয় মিলে ২০ টি চলচ্চিত্র প্রর্দশিত হয়।সবগুলো চলচ্চিত্রই বিখ্যাত চলচ্চিত্র পরিচলকের তৈরি।
প্রর্দশিত উল্লেখযোগ্য চলচ্চিত্রগুলো হচ্ছে-দামু,সুতরাং,বৃত্তের বাইরে,সুর্যকন্যা,অন্তহীন,যে শহর চোরাবালি,কাঁচের দেয়াল,সব চরিত্র কাল্পনিক ইত্যাদি।
প্রতিটি শো তে প্রচুর দর্শক সমাগম হয়েছে।সুস্থ ধারার চলচ্চিত্রের প্রতি বাংলাদেশের মানুষের দারুন আগ্রহ আছে এর থেকেই বুঝা যায়।
এধরনের চলচ্চিত্র উৎসব বাংলাদেশের সব জায়গায় হওয়া উচিৎ।তাহলে বাংলাদেশের চলচচ্চিত্র শিল্প আরো বেশি সমৃদ্ধ হবে,ভাল চলচচ্চিত্র তৈরিতে প্রযোজক,পরিচালকরা উৎসাহিত হবে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




