একজন দেশদ্রোহির কথা শুনুন........................................................
১.রাস্তার টোকাই ছেলেটাকে দেখে ভাবি,এদেশটাকে ঘৃণা করি যে দেশে হাজার হাজার শিশুর শৈশব বলতে কিছু নেই।
২. যখন দেখি অসহায় গরীব রোগীটি চিকিৎসার অভাবে ধুকে ধুকে মারা যাচ্ছে,তখন এদেশটাকে খুব বেশি ঘৃনা করি।
৩.যখন দেখি আমার কোন বোন যৌতুকের কারণে নির্যাতন বা এসিড নিক্ষেপের স্বীকার হচ্ছে, তখন এদেশটাকে খুব বেশি ঘৃণা করি ।
৪.যখন দেখি আমার কৃষক ভাইটা ঘাম ঝরিয়ে ফসল ফলিয় ফসলের ন্যায্য দাম পাচ্ছে না,
তখন এদেশটাকে খুব বেশি ঘৃনা করি।
৫.সাধারণ জনগণের রক্ত বিক্রি করে যেসব রাজনীতিবিদরা পোলাও-মাংস খায় তাদের মুখখানি দিয়ে দেশপ্রেমের বুলি উড়ে,তখন এদেশটাকে খুব বেশি ঘৃনা করি।
৬.যখন দেখি আমার ভাইকে বিশ্ববিদ্যালয়ের বড় ডিগ্রি নিয়ে চাকুরীর জন্য হাজার দুয়ার ঘুরতে,তখন এদেশটাকে খুব বেশি ঘৃনা করি।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




