
এদেরকে বরং ধন্যবাদই দেই, শক্ত একটা কারণ হলো দীর্ঘ দেড়যুগের তরুণ-তরুণীদের বিসিএস নামক স্বার্থপরতায় বুঁদ হয়ে থাকা চেলাকাঠে আগুন দিয়ে দিয়েছে। ভালো করে আসা ও বিসিএস সময় শেষ করা নন-ক্যাডার এবং অন্যান্য পিএসসি চাকুরী পাওয়া সোনার চানগুলা আজীবন বুকে তুষেরআগুন বয়ে বেড়াবে।
শুধু একটা বিসিএস হওয়ার জন্যে জয় বাংলা স্লোগান দিছে এরা।
শুধু একটা বিসিএসের জন্যে হাসিনা আর মুজিবের ছবি ফেসবুক প্রোফাইলে দিছে।
শুধু একটা বিসিএস হবে বলে হো*গায় মাথা দিয়ে জীবন পার করেছে। দেশের বারোটা বেজেছে খবর নাই৷
শুধু একটা বিসিএস হবে বলে এখনো স্লোগান দেয় বঙ্গবন্ধুর বাংলায় কোটা-র ঠাঁয় নাই----
এ কাজ কৃষক করে না, মজুর করে না, শ্রমিক করে না, পোষাক শ্রমিক করে না, সংগ্রামী গৃহিনী করে না; এরাই একমাত্র আগুন খুইয়ে ধরে কথা বলে।
যখন বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা দেই তখন ভান্ডারিয়া বিল্ডিং এ থাকি, আত্মীয়-স্বজন খুব রাগ তাও থাকি, সেখানের মালিক কানে কম শুনে কিন্তু খুবই জ্ঞানী।
--- একজন এলাকার প্রভাবশালী আসছে ঢাকায় দারোয়ানের সাথে খুব খারাপ ব্যবহার করে, তখন দারোয়ান জানালে ভান্ডারিয়া কাকা ভদ্রভাবে কয়টা কথা বলে, আমি জানি তার মাথায় কথাগুলো ঢুকে নাই। কারণ সে অনবরত বাঁকা কথা বলেই যাচ্ছিলো, সবশেষ কাকা বলেন, জানেন আপনারা শিক্ষিত মানুষ বেশিরভাগ চো*র৷
সময়টা তখন ১/১১ পরবর্তী ; বললেন দেখেন না যত লোক ধরতেছে সব শিক্ষিত লোক। একটাও কৃষক পাবেন? শ্রমিক পাবেন? কাকা চালাক আছে দাঁড়োয়ানের কথা বলেনি,
যাওয়ার সময় পান খেতে খেতে বলে গেছে, কাকা দারোয়ানগুলোও চো*র, ওরা ঢাকায় হয় দারোয়ান স্বপ্ন দেখে বাড়ির মালিক হওয়ার।
বাদী-বিবাদী দুইটাই অভদ্র। আর বেশি কতা কমু না, সব মানুষ ক্ষেপানোর ঝুঁকি আছে।
সর্বশেষ এডিট : ০৯ ই জুলাই, ২০২৪ রাত ১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



