ভয়েস আয়োজন করেছে, মত প্রকাশের স্বাধীনতা সামাজিক যোগাযোগ মাধ্যম ও ইন্টারনেট নিয়ে কর্মশালা।
২০-২১ অক্টোবর ২০১২ এই দুই দিন ধরে চলবে এই কর্মশালা। পরিচিত ব্লগারদের মধ্যে রয়েছেন জীবনানন্দদাশের ছায়া, পারভেজ আলম, আরজুপনি, জানা। আরো রয়েছেন আইসিটি সেক্টরের, সাংবাদিক, গবেষক প্রমুখ।
আলোচ্য বিষয়ের মধ্যে রয়েছে, বাক-স্বাধীনতা, বাক স্বাধীনতা আইন ও বৈধতা, অধিকার সিভিল লিবার্টি, মধ্যস্থতাকারী সাইবার এটাক ইত্যাদি।
এই মুহূর্তে কথা বলছেন ড. সলিমুল্লাহ খান কথা বলছেন বাক স্বাধীনতার দার্শনিক ভিত্তি নিয়ে।
*বাক স্বাধীনতা কখনোই ফ্রী নয়।
*সার্বজনীন ক্ষমতা কাঠামোর কথা মনে রাখতে হবে।
* একটি উপযুক্ত নীতিমালা গঠন হবার দরকার।
*ঘৃণা বক্তব্য নিষিদ্ধ করতে হবে।
*বাক-স্বাধীনতার অপব্যবহার শেষত বাক-স্বাধীনতাকে হ্রাস করে ।
* প্রাথমিক স্তরে ইংরেজী না কি বাংলার ব্যবহার করা দরকার?
* বাক-স্বাধীনতার শত্রু কে? রাষ্ট্র ও ক্ষমতাসীন গোষ্ঠী।
সর্বশেষ এডিট : ২০ শে অক্টোবর, ২০১২ দুপুর ১২:২৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




