মনে কর তুমি উপরে উঠছ, মাটি ছেড়ে উপরে ভাসছ। কি করবে এরপর?
উঁচু বাড়িটার ছাদ বরাবর উঠলে চিৎকার দিয়ে বলবো বিদায় তবে পৃথিবী। দেখা হবে শেষ বিন্দুতে।
আরো উপরে ঘুড়ির সাথে দুচার মিনিট কথা হবে, তর্ক হবে পাড়ার সব ছেলে মেয়েরা আর আগের মতো আনন্দে বেড়ে উঠে না কেন।
তারো উপরে কুয়াশার দেশে খুব পিপাসায় মেঘ কচলায় আজলা ভরা পানি খাব।
হঠাৎ যদি শূন্যে পৌঁছি, দৌড়ে যাবো চাঁদের দিকে, অনেক দিনের পুরানো শখ - হেড করে তাকে জালে ভরবোই।
সূর্যের পাশে ক্ষণিক দাঁড়ায় হাতটা সেঁকে সামনে যাবো।
দেখা পেলে সপ্তর্ষির; আস্তে করে দু’পা গুটায় শুয়ে পড়বো তারি পাশে।
এরপর কি হবে?
এরপর লোকে বলবে ঐযে দেখ লোকটা কেমন হারিয়ে গেল মহাকাশের অন্ধকারে।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ রাত ১১:২৭

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




