শহর কোলাহল, রোদ মিছিল
চোখ বুঁজে তুমি আপন আমেজে বুদ্।
কাজের ফাঁকে, অন্যান্য ব্যস্ততায়
হঠাৎ একটা টুকরা নিজস্ব চিন্তা
ধরা দিয়েই যেন দিল এক ছুট।
আনমনে একটু উন্মনা যেইনা
কখনো একটা ইমেইল, কখনোবা বেজে উঠে ফোনটা।
এই ছুটিতেই এই ছুটিতেই
হয় বই নিয়ে যাবে কোনো বনে,
না হয় খোলা চুলে, খালি পায়ে সমূদ্র সৈকতে।
হেলে পড়া বিকেলটায়
বাড়ি ফেরার প্রতিদিনের রাস্তায়
গাড়ির কাঁচে মাথা রেখে -
শহর কোলাহল, রোদ মিছিল
চোখ বুঁজে তুমি আপন আমেজে বুদ্।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ রাত ১১:২৮

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




