
পরিচিত গানের টুকরো কিছু কথা ধরা দিবে দিবে করে
মাথার চারধারে ঘুরে ঘুরে দূরে চলে যায়, বারবার।
আমি যতই ডুব দিই ওদের ধরবো বলে,
চলে যাই অন্য কোনো ভাবনার জগতে
কোনো এক ভিন্ন গানের সঙ্গী হয়ে।
অদ্ভুত এই অস্থিরতা, খুঁজতে থাকা।
যেইনা আমি ক্লান্ত, সেই অস্পষ্ট সুর, গানের সেই কথা
ঘুরে ঘুরে কাছে আসে; ধরা না দেয়ার দূরত্বে দাঁড়ায় থাকে;
ঘুরে ঘুরে বুঝি আমায় দেখে।
সেও যেন বুঝে গেছে জীবন থেকে
ধরা দিলে মুছে যায় অধরার রহস্য।
সর্বশেষ এডিট : ০৬ ই মার্চ, ২০২০ রাত ১১:৩৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




