আরে সে তো পুকুর পাড়ে ...
ওহ !!
এই যে তুমি, শুনছো তুমি... তা জলে করছো টা কি ??
দেখছ না তুমি জলে নাড়ছি পা...
হুম .. আজ তোমার ঘরেক যাবো না !!
জল জল করো সখি জলে তোমার কে আছে ?
জলেতে তাকিয়ে দেখ রুপ তোমারই ভাসে...
কাজল ধোয়া চোখে তোমার অবাক করা চাহনি
ঝড়ে গেছে খোপার ফুল ফিরেও তা দেখ নি ...
অশ্রু কেন ও চোখে তে
মলিন ভ্রু জোড়া .. ?
পা দুটো নেই আলতা রাঙা
কোথায় নূপুর তোড়া ??
জানে কে কোথায় নূপুর, কোথায় মাজার বিছা ?
পাইনি খুঁজে ঠিক,
তাই কপালে টিপ, ঠোঁটেও আর দেইনি লিপিস্টিক।
আলতা রাঙা বোতল উধাও
হারিয়েছে ভ্রু পেন,
তাই ফেলে দিয়েছি আংটি, চুড়ি
আর গিনি সোনার চেন...
ওগো আমার আদুরে বউ
লজ্জাবতী রানী,
এখনো দেখি রাগ কমেনি
এত কষ্ট কি সইতে পারি?
সত্যি বলছি এনে দিব হারিয়েছ যা সব...
লক্ষ্মী এখন ঘরে চলো রাগটা করে নীরব...
© Anas Hassan
বি. দ্র : এই কবিতাটা আমি আমার "আদুরে বউ" গল্পের জন্য গল্পের ধারা বজায় রাখতে লিখেছিলাম 25-4-2012 তে। তবে বেশি অবাক হলাম যখন দেখলাম আহাদ আলী মোল্লা নামক এক writer এর লেখার সাথে এই কবিতাটার অনেকগুল কথার ভাব মিলে গেছে কাকতালীয় ভাবে । শেষের লাইনটা এর আগে অনেকবার গুলিয়েছি , শেষমেশ Nx Rößïn ঠিক করল।
সর্বশেষ এডিট : ৩১ শে আগস্ট, ২০১২ সকাল ৮:২২

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।




