মনে কি আছে আগুন ঝরা কৃষ্ণচূড়া আর লিলুয়া বাতাসের খেলা ?
তোমাতে –আমাতে আবিরের আভায় কেটে যাচ্ছিল বেলা…
আমি ছিলেম লাল চুড়ি ,লাল শাড়ি আর লাল টিপে আঁকা
আর তুমি ধবল ছায়াতে মাখা ।
ওসব কিন্তু স্মৃতি নয়...
এখনও আছে আমার ভালবাসার ঝুড়িতে রাখা ।
তুমি না বলতে, ঠিকানা বিহীন পথ তবু যেতে মন চায়
জানিনা কিসের আশায় এ মন প্রতিনিয়ত স্বপ্ন সাজায়
এ হৃদয়ে তীব্র জ্বালা , তবুও ছুটে চলা
সত্যি বলেছিলাম আমি ,সত্যি খুঁজে নেব তোমায় ঐ ঠিকানা বিহীন পথে
অপার ভালবাসায় সাজাবো তোমার স্বপ্ন আমার এই হাতে...
থেমে যাবে সময় আর সাথে রবে তুমি
কারণ ভালোবাসি তোমায়, আমি ...শুধুই আমি...
আমি চাই তুমি নিরবে এসে দাঁড়াও আমার পাশে
মুচকি হেসে হাত রাখো আমার কাঁধে
কেটে যাক অসীম সময়...
তুমি আর দূরে দূরে থেকো না
ভালবেসে আমাকে ঐ হৃদয়ে বেঁধে রাখো না
ফিরে এসো, আজো তোমারই আছি । যদি না আসো, দেখবে তোমার প্রিয় নীল আকাশের নীল গুলো নিয়ে আমি কোন একদিন আকাশটাকে নীল শূণ্য করে দিয়ে যাব...
© Anas Hassan

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


