আমি চাই নি তুমি আমার স্বপ্ন ভাঙো
কারণ আমার স্বপ্নে যে তোমারই বসবাস ।
আমি চাই নি তুমি আমায় ছেড়ে যাও
কারণ আমার বুকে যে তোমারই নিঃশ্বাস ।
আমি তো অপূর্ণ ছিলাম, তুমি দিয়েছিলে পূর্ণতা
স্বপ্ন ভেঙ্গেছ , দেখ আজ আমায় ঘিরে আছে শূন্যতা !
তোমার দেয়া কষ্টগুলোকে দেখ , আমাকে টেনে হিঁচড়ে নরকে নিয়ে গেছে । দেশলাইয়ের কাঠির মত ভেঙ্গে দিয়েছে আমার স্বপ্ন । অনেক চেষ্টা করেছিলাম তোমার দেয়া কষ্টগুলো ঝেড়ে ফেলার... পারিনি । গেঁথে গেছে আমার জীবনে । আমাকে দেখলে তুমি শিউরে উঠবে...আমি নরকের অনলে দগ্ধ, বিধ্বস্ত । কষ্টরা এখন আমার নিত্য দিনের সঙ্গী... এখন আর তারা আমাকে দেখে হাসে না । কষ্টরা এখন নরকের রাজপুত্রকে দেখে কাঁদে । ওরা যখন কাঁদে ওদের বড় অদ্ভুত দেখায় ! আমি জানি ,আজ আমি নরকে স্বাধীন আর তুমি মর্তে পরাধীন ।
--------------- © Anas Hassan

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


