মিথিলা!
আজ থেকে অনেক বছর পর
ক্যালেন্ডারের কোন অচেনা পাতায়
জন্মান্তরের ক্লান্তি নিয়ে থমকে দাঁড়াব আমরা
তখন আর অমরত্বের সাধ জাগবেনা হয়তো
ইচ্ছে করবেনা নিরুদ্দেশ হয়ে যেতে
যাপিত জীবনের গ্লানিটুকু মেনে নিয়ে
কাছে টেনে নেব অনাথ অতীত
হয়তো সান্ত্বনা খুঁজবো এই ভেবে
অনেকেই পারেনা, আমরাও পারিনি
তবু কেন জানি বলতে ইচ্ছে করবে
আর জনমে আশা ছেড়ো না প্লিজ...
নক্ষত্র নিয়ন্ত্রিত ভাগ্যকে মেনে নিয়ে
এবার নাহয় একাই চললাম অনেক খানি পথ
কথা দিচ্ছি, আবার যদি সুযোগ পাই
শুধরে নেব এ জনমের সবটুকু ভুল !!
সর্বশেষ এডিট : ০৯ ই অক্টোবর, ২০১৩ রাত ৯:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


