
সারারাত ওয়েস্ট ইন্ডিজের জয়ে ফেইসবুকে বাংলাদেশী ক্রিকেটপ্রেমীদের আনন্দের বহি:প্রকাশ দেখা গেছে তাদের দেওয়া বিভিন্ন স্ট্যাটাসে।
শোনা যায় তিরাশির ফাইনালে জিততে না পারার রাতে অ্যান্টিগা আর বার্বেডোজের অনেক বাড়িতে লোকে মুখে পানি তোলেনি। বৃহস্পতিবার ভারতের হারে কাশ্মীর থেকে কন্যাকুমারিকা, ক’টা বাড়িতে এক জিনিস ঘটল, সেটা হয়তো পরে কোন মার্কেট সার্ভে আমাদের জানাবে।
ফেসবুকে ক্রিকেটার মুশফিকই যেমন বলেছেন, এই জয়ে আমি আনন্দিত। ঘুমটা ভালো হবে। শুধু মুশফিক নয়, ফেসবুকে প্রায় সবাই উইন্ডিজদের জয়ে বিগলিত। অনেকেই বাহবা জানিয়েছেন গেইলদের। সিনিয়র এক ক্রীড়া সাংবাদিকই যেমন লিখেছেন, ‘আজ ঈদ। বাংলার ঘরে ঘরে আনন্দ’।
অন্যদিকে শামস রহমান ছন্দে ছন্দে বলেছেন, ‘ফাটা বাঁশ করে টাস টাস, ওয়েস্ট ইন্ডিজের কাছে ইন্ডিয়া খেল বাঁশ..’। দেশের শীর্ষসারির প্রত্রিকার সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলাম একটু পরিস্কার করেই বলেছেন, ‘মনে হচ্ছে বাংলাদেশ জিতেছে’। ক্রীড়া সাংবাদিক জাহিদ ইসলাম আইসিসিকে কটাক্ষ করে লিখেছেন, ‘লেন্ডি সিমন্স ও আন্দ্রে রাসেলের ব্যাটিং সন্দেহজনক’।
একটি স্ট্যাটাস প্রায় সবাই দিয়েছেন, ‘আহারে এত আনন্দ লাগে ক্যারে’।
সর্বশেষ এডিট : ০১ লা এপ্রিল, ২০১৬ সকাল ১০:০৩

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।


