
এই প্রথমবারের মতো রাশিয়ার অভ্যন্তরে যুক্তরাজ্যের তৈরি দূরপাল্লার স্টর্ম শ্যাডো ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইউক্রেন। বুধবার (২০ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে সংবাদমাধ্যম বিবিসি।
প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাজ্য সরকার এ বিষয়ে কোন মন্তব্য করেনি। তবে প্রতিরক্ষা সচিব বলেছেন, ‘যুদ্ধক্ষেত্রে ইউক্রেনের নেয়া পদক্ষেপ তাদের নিজেদের পক্ষে কথা বলবে।’
এর আগে যুক্তরাষ্ট্রের তৈরি দূরপাল্লার আর্মি ট্যাকটিক্যাল মিসাইল সিস্টেম (এটাকমস) ক্ষেপণাস্ত্র রাশিয়ার অভ্যন্তরে লক্ষ্যবস্তুতে আঘাত করার পর যুক্তরাজ্যের তৈরি ক্ষেপণাস্ত্র হামলা চালালো ইউক্রেন। কয়েকদিন আগে রাশিয়ার অভ্যন্তরে হামলা চালাতে ইউক্রেনকে দূরপাল্লার ক্ষেপণাস্ত্র ব্যবহারের অনুমতি দেয় বাইডেন প্রশাসন l
এছাড়া মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইউক্রেনকে অ্যান্টিপারসনেল ল্যান্ডমাইন দিতেও সম্মত হয়েছেন বলে প্রতিবেদনে বলা হয়েছে।
খেলা মনে হচ্ছে শুরু বস ‼️
সর্বশেষ এডিট : ২০ শে নভেম্বর, ২০২৪ রাত ১১:৩৯

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



