তুমি যাবে ভাই, যাবে মোর সাথে, আমাদের ছোটো গাঁই!
গাছের ছায়াই লতাই পাতাই উদসী বনের বাঁই!
মায়া মমতাই জড়াজড়ি করি মোর গেহখানি রহিয়াছে ভরি....
পল্লী কবি জসীম ঊদ্দীনের এই বিখ্যাত কবিতা বারবার মনে পড়ে। আমার গ্রাম যেন কবির কবিতার মতো। প্রতি ঈদে বাড়ি যায় আর মনদিয়ে অনুভব করি, দৃষ্টিজুড়িয়ে অপলক তাকিয়ে থাকি অপরুপ সৌন্দর্যের দিকে! গ্রামের আঁকাবাঁকা মেঠোপথ,সারি সারি গাছ, মাঠভরা নানারকম ফসলের ক্ষেত, পুকুরভরা মাছ, আমাকে সোনালী অতীতে ফিরিয়ে নিয়ে যায়। শুধু কষ্ট যখন দেখি কপতাক্ষ নদী শুকিয়ে যাচ্ছে। কত সাঁতার কেটেছি এই নদীতে! সাঁতরিয়ে ওপার যেতে স্রোতের টানে অনেক দূর চলে যেতাম। সবই এখন স্মৃতি! বাংলাদেশে এমন হাজারো গ্রাম, সৌন্দর্যে ভরপূর। তাই শহরের মানুষগুলো সুযোগ পেলেই ছুটে যায় গ্রামে।

অনুগ্রহ করে অপেক্ষা করুন। ছবি আটো ইন্সার্ট হবে।



